সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ইউএনওর গাড়ি খাদে প্রকৌশলী নিহত

পঞ্চগড় প্রতিনিধি

ইউএনওর গাড়ি খাদে প্রকৌশলী নিহত

বাগেরহাটে সংঘর্ষের পর সড়কের পাশে পড়ে যায় বাস

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়লে এলজিইডির প্রকৌশলী নিহত হন। প্রকৌশলী আবু সাইদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তেঁতুলিয়া উপজেলার ইউএনও ফজলে রাব্বিসহ আরও তিন কর্মকর্তা। অন্য দুজন হলেন তেঁতুলিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন ও আইসিটি সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার। শনিবার গভীর রাতে জেলার সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের চেকরমারী এলাকার চাওয়াই সেতু সংলগ্ন পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ এর আগে তেঁতুলিয়া উপজেলা এলজিইডিতে কর্মরত ছিলেন। ইউএনও ফজলে রাব্বি ও নিহত এই প্রকৌশলীর বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলায়। পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, অমরখানা সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে থাকা একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। বাগেরহাটে ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু : বাগেরহাট প্রতিনিধি জানান,  সদর উপজেলার বৈটপুর এলাকায় বাস, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।  নিহতরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মিজান জমাদ্দার (৩৫) ও রাব্বি খান (২৫)। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর