সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সাগরে নেমে পর্যটক দম্পতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে। সৈকতের লাবণী পয়েন্ট থেকে গতকাল তাদের লাশ উদ্ধার করেছেন সি-সেফ লাইফগার্ড ও বিচ কর্মীরা। নিহতরা হলেন- নাটোরের আবুল কাসেম বকুল ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি জানান, গতকাল বেলা ১১টার দিকে সাগরে ভাসমান আবস্থায় একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। সাগরে গোসল করতে নেমে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ দুটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই দুজন শনিবার কক্সবাজারে বেড়াতে এসে হোটেল সি-গালে উঠেছিলেন।

হোটেল সি-গালের ফ্রন্ট ডেস্কের সহকারী ম্যানেজার তারেক আজিজ জানান, শনিবার সকালে তারা ৩২৭ নম্বর কক্ষ ভাড়া নেন। গতকাল সকালে গোসলের উদ্দেশে দুজন সৈকতে নামেন। একপর্যায়ে পানিতে ডুবে যান। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুজনের লাশ মর্গে রাখা হয়েছে।

 

সর্বশেষ খবর