মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পাখির মেলা ইলিশ পার্কে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পাখির মেলা ইলিশ পার্কে

গাছের মগডাল থেকে নিচ পর্যন্ত সর্বত্র চড়ুই পাখির বিচরণ। এমন দৃশ্য চোখে পড়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটার ইলিশ পার্কে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই দলবেঁধে চড়ুই বসে গাছের ডালপালায়। কিচিরমিচির শব্দে মুখরিত হয় পার্ক এলাকা। দেখলে মনে হয় পাখির মেলা। পর্যটকদের বিনোদনের জন্য ব্যক্তি উদ্যোগে ২০১৫ সালে নির্মাণ করা হয় ইলিশ পার্ক। পার্কের ভিতরেই রোপণ করা হয় বকুলসহ বেশকিছু ফুল ও ফল গাছ। দুই বছর ধরে এসব গাছ চড়ুইর আবাসস্থলে পরিণত হয়েছে। পাখি যাতে চলে না যায় সেজন্য এখানে যথাযথ পরিবেশ সৃষ্টিসহ সার্বক্ষণিক খেয়াল রাখছেন পার্ক কর্তৃপক্ষ। পর্যটক মো. হায়দার বন্ধুদের নিয়ে কুয়াকাটায় এসে ওঠেন ইলিশ পার্কের কটেজে। তিনি বলেন, এখানের পরিবেশ অন্য জায়গা থেকে আলাদা। সবচেয়ে ভালো লেগেছে পাখির কিচিরমিচির শব্দ। সকালে পাখির ডাকে ঘুম ভাঙে। অপর পর্যটক আখতার হাসান জানান, পার্কের ভিতরের গাছগুলোতে ঝাড়বাতি দেওয়া আছে। তার মধ্যে চড়ুই পাখি একে অপরের সঙ্গে খুনসুটি করেছে, এ দৃশ্য ভোলার নয়। স্থানীয় হোসেন মিয়া জানান, এ এলাকায় বিকাল হলেই গাছে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। ইলিশ পার্ক চড়ুই পাখির আবাসস্থলে পরিণত হয়েছে।

ইলিশ পার্কের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার জানান, পার্কটি প্রাকৃতিক পরিবেশে গড়া। এখানে যেসব পর্যটক আসেন তারা পরিবেশটা পছন্দ করেন। পাখির কিচিরমিচির শব্দ ও এই পরিবেশ না দেখলে বোঝা যাবে না।

 

সর্বশেষ খবর