মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
ব্যবসায়ী তারেক হত্যা

গ্রেফতার হয়নি প্রধান আসামি, বাদী-সাক্ষীদের হত্যার হুমকি

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে মাছ ব্যবসায়ী তারেক মো. বাবুকে হত্যার ৯ মাসেও প্রধান আসামি গ্রেফতার হয়নি। অপর ১১ আসামি গ্রেফতার হলেও ১০ জনই জামিনে মুক্তি পেয়ে এলাকায় মহড়া দিচ্ছেন। শুধু তাই নয়, হত্যার হুমকি দিচ্ছেন বাদী ও সাক্ষীদের- অভিযোগ স্বজনের। ভোলা প্রেস ক্লাবে গতকাল সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন বাবুর বোন মামলার বাদী শিখা, ভাই মনজিল ও মা নুরুন নাহার। তারা অভিযোগ করেন, আসামিরা জামিনে এসে হুমকি দিচ্ছে। সাক্ষী আলী আকবরকে হত্যার পরিকল্পার একটি কল রেকর্ড এলাকায় ভাইরাল হয়েছে। ফলে বাদী ও নিহতের পরিবারসহ সাক্ষীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, তারেক বাবু হত্যা মামলার আসামিরা জামিনে এসে হুমকি দিচ্ছে বিষয়টি এলাকার সবাই জানে। ভয়ে কেউ কিছু বলতে পারছে না। অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার জানান, গ্রেফতার আসামিদের মধ্যে একজন জেলে রয়েছে। প্রধান আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য, গত ২৭ মার্চ রাতে বাবু ইজিবাইকে ভোলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তায় তাকে হত্যা করা হয়।

সর্বশেষ খবর