মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতারকের খপ্পরে নিঃস্ব তিন পরিবার

বরগুনা প্রতিনিধি

আদালতে চলমান মামলা দ্রুত নিষ্পত্তি করে জমি বুঝিয়ে দেওয়ার কথা বলেন বরগুনার তালতলীর কথিত দুই সাংবাদিক। তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছে তিনটি পরিবার। বরগুনা প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীদের একজন রাহিমা তার স্বামী, সন্তান ও শাশুড়ি। রাহিমা বেগম তালতলী উপজেলার অঙ্কুজান পাড়ার আমজেদ হাওলাদারের মেয়ে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বামী ও দুই সন্তান নিয়ে আমি ঢাকায় সুখে শান্তিতেই বসবাস করে আসছিলাম। আমার স্বামী নজরুল ইসলাম ঢাকায় দুটি মেশিনারিজ পার্সের দোকান মালিক ছিলেন। আমাদের পারিবারিক কিছু জমি নিয়ে ঝামেলা চলছে। কথিত সাংবাদিক সোহরাব এবং জহির আমার মা ও বোনকে বলেন, কিছু টাকা দিলে মামলা নিষ্পত্তি করে জমি বুঝিয়ে দেওয়া যাবে। তাদের পর্যায়ক্রমে আমি প্রায় ২৫ লাখ টাকা দেই। পাশাপাশি আমার আরেক বোন মোর্শেদা ও ভাই আবু হানিফের কাছ থেকে আরও ৫০ লাখ টাকা নিয়েছেন তারা। এখন আমাদের তিনটি পরিবার প্রায় নিঃস্ব। এ ব্যাপারে আমি বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

সর্বশেষ খবর