মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

টাকার জন্য শ্যালকের ছেলের হাতে খুন

জয়পুরহাট প্রতিনিধি

টাকার জন্য শ্যালকের ছেলের হাতে খুন হন জয়পুরহাটের কালাই শিকটা গ্রামের বৃদ্ধ সৈয়দ আলী আকন্দ। পুলিশ এ খুনের মূল পরিকল্পনাকারী হারুনুর রশীদসহ চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার অন্যরা হলেন গ্রামপুলিশ সুজন মিয়া (২৩), মোস্তাফিজুর রহমান ওরফে ওয়াজেদুল (৩৫) ও নাজির হোসেন (৩৫)। তাদের দেওয়া তথ্যানুযায়ী হত্যায় ব্যবহৃত চাকু ও জমির দলিলপত্র এবং ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। বৃহস্পতিবার রাতে ওই বৃদ্ধকে খুন করা হয়। গ্রেফতারদের বরাত দিয়ে তিনি আরও জানান, সৈয়দ আলী অনেক জমির মালিক ছিলেন। তার কাছে সব সময় মোটা অঙ্কের টাকা থাকত। তার শ্যালকের ছেলে একই গ্রামের হারুনুর রশীদ বৃহস্পতিবার বিকালে স্থানীয় পুনট বাজারে নাজির হোসেনের দোকানে অন্যদের নিয়ে টাকা চুরির পরিকল্পনা করেন। সে অনুযায়ী তারা গভীর রাতে প্রাচীর টপকে সৈয়দ আলীর ঘরে ঢুকে নগদ ২ লাখ টাকা ও বেশকিছু জমির দলিলসহ ব্যাগ চুরি করেন। এ সময় চিৎকার করলে সুজন চাকু দিয়ে তার কণ্ঠনালি কেটে দেন। পরে টাকা ভাগাভাগি করে নিয়ে গাঢাকা দেন। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুনে জড়িতদের গ্রেফতার করে।

 

সর্বশেষ খবর