মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বাঁশশিল্পের কারিগরদের দুর্দিন

আবদুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

বাঁশশিল্পের কারিগরদের দুর্দিন

বাঁশের তৈরি জিনিসপত্রকে এখনো জীবিকার প্রধান পেশা হিসেবে আঁকড়ে ধরে আছে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের ১২৫টি পরিবার। বাঁশের তৈরি বিভিন্ন শিল্প বাপ-দাদার পেশা হওয়ায় তারা অন্য পেশায় যেতে পারছেন না। জীবিকা নির্বাহ করার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তারা।  সরেজমিন দেখা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুরবাড়ি এলাকায় প্রতিদিন বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে হরেক রকমের পণ্য। দীর্ঘদিনের ঐতিহ্য এ ব্যবসা হলেও নেই তেমন কদর। প্লাস্টিকের ভিড়ে বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদা দিন দিন কমে গেছে। যার ফলে মানবেতর জীবনযাপন কাটাচ্ছেন বাঁশশিল্প কারিগররা। তাদের চলছে দুর্দিন। বড়গাঁও ইউনিয়নের কেশুরবাড়ি গ্রামে সারিবদ্ধ হয়ে নারী-পুরুষ তৈরি করছেন বাঁশের ঝুড়ি, ফাঁদ, মাছ ধরার চাঁই; বাঁশের দোচালা, চারচালা, আটচালা ঘর; বাঁশের বেড়া, কুলা, ঢাকি, টোপা, মাথল, ডালি, খলইসহ আরও অনেক কিছুই। তবে বাঁশের দাম বেশি হওয়া ও পণ্যের দাম কম থাকায় তারা পড়েছেন চরম বিপাকে। সরকারিভাবে ঋণের ব্যবস্থা করা হলে টিকিয়ে রাখা যাবে এ ঐতিহ্যবাহী শিল্পটি বলে মনে করেন তারা। সরকারিভাবে ঋণের ব্যবস্থা করা হলে অনেকের উপকার হবে মনে করেন ওই গ্রামের বাঁশশিল্প কারিগররা। জেলার বিসিক শিল্পের মাধ্যমে ঐতিহ্যবাহী এই শিল্প ধরে রাখতে দেওয়া হচ্ছে পরামর্শ ও ঋণ। এমনটি জানালেন বিসিক শিল্পনগরীর উপব্যবস্থাপক মো. নুরেল হক।

সর্বশেষ খবর