মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সড়কের পাশে সবজি আবাদ

নীলফামারী প্রতিনিধি

সড়কের পাশে সবজি আবাদ

পতিত জমি ব্যবহার ও পুষ্টির চাহিদা মেটাতে নীলফামারীতে সড়কের পাশে হচ্ছে সবজি আবাদ। ইতোমধ্যে জেলার বিভিন্ন সড়কের ধারে লাউ, শিম, বরবটি ও পুঁইশাকের আবাদ শুরু করেছেন কৃষকরা। হাতের নাগালে টাকটা সবজি পেয়ে খুশি স্থানীয়রা। নীলফামারী-সৈয়দপুর, হালিরবাজার-চওড়া, ভবানীগঞ্জ-কুন্দুপুকুর সড়কের পাশে ছয় কিলোমিটারে মাচায় আবাদ করা হয়েছে বিভিন্ন সবজি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় অনাবাদি এ জায়গায় জৈব সার ব্যবহার করে কৃষকরা এসব সবজি চাষ করেছেন। কম খরচে ভালো ফলনের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। সবজি চাষি আনোয়ার হোসেন বলেন, আগে কখনো রাস্তার পাশে অবশিষ্ট জমিতে মাচা তৈরি করে সবজি চাষ করিনি। এবারই প্রথম কৃষি অফিসের সহযোগিতায় সবজি চাষ করেছি ফলনও ভালো হয়েছে। নীলফামারী উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, রাস্তার অবকাঠামো ঠিক রেখে পতিত জমি ব্যবহার ও স্থানীয়দের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পুষ্টির ঘাটতি মেটাতে এই উদ্যোগ। উৎপাদন ভালো হয়েছে। পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে লাভবান হচ্ছেন তারা।

সর্বশেষ খবর