শিরোনাম
মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে

দিনাজপুর প্রতিনিধি

অধিক হারে সহিংসতার শিকার হচ্ছে ১৪ থেকে ১৮ বছরের মেয়েরা। বাল্যবিয়ে উদ্বেগজনক হারে বেড়েছে। ফলে মেয়েরা শিক্ষা থেকে ঝরে পড়ছে। নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দিনাজপুরে গতকাল নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের (এডাব) সদস্যরা।

বক্তারা আরও বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা দশকের পর দশক ধরে চলে আসছে। বাংলাদেশের পরিসংখ্যানে দেখা যায়, ৫৪ শতাংশ নারী জীবনের একবার হলেও শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আমরা চাই নারীদের শিক্ষা ও স্বাস্থ্যসহ জীবনমান উন্নত হবে। মোসাঃ রাজিয়া সুলতানা খাতুন, আমিনুল হক, মো. ইয়াকুব আলী প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর