বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হত্যা মামলা থেকে প্রভাবশালীদের বাদ দেওয়ার প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জিয়াউর রহমান জিয়া হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপুকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচিতে শতাধিক নারী ও শিশু উপস্থিত ছিলেন। জিয়াউর রহমানের বাড়ি সদর উপজেলার চন্দ্রনারায়ণপুর। তার স্ত্রী মিলিয়ারা বেগম অভিযোগ করেন, তার স্বামী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা   জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম প্রভাবশালীদের বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন।

মামলার ১ নম্বর আসামি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান শহীদ রানা টিপু ও তার সহযোগী আজিজুর রহমানকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। চলতি বছরের ২৩ এপ্রিল জিয়া নিহত হন। পরে তার স্ত্রী শহীদ রানা টিপুসহ ৪৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর