শিরোনাম
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্ত্রী হত্যার পর অনুশোচনায় আত্মসমর্পণ স্বামীর

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রী রেশমাকে (৩০) শ্বাসরোধে হত্যার ১১ দিন পর সোমবার অনুশোচনায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বেলায়েত হোসেন (৪২) নামে এক ব্যক্তি। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার রাত ১২টার দিকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। রেশমা নাটোর জেলার নলডাঙ্গা থানার বাসুদেবপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে। বেলায়েত গাজীপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। তিনি হাড়িনাল দক্ষিণ পাড়া এলাকার আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন। পুলিশ জানায়, প্রাচীর ঘেরা ওই বাড়িতে থাকতেন স্বামী-স্ত্রী। ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বেলায়েত। হত্যার পর বাড়ির উঠানে মাটি খুঁড়ে স্ত্রীর লাশ পুঁতে রাখেন। এ হত্যাকান্ডের পর তিনি অনুশোচনায় ভুগতে থাকেন। সোমবার জিএমপির সদর থানায় গিয়ে বেলায়েত তার স্ত্রীকে হত্যার ঘটনা বিস্তারিত বলে আত্মসমর্পণ করেন।

পরে রাতেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে আবদুর রশিদ বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন।

সর্বশেষ খবর