শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সংযোগ সড়ক নেই কালভার্টে

দুর্ভোগে তিন গ্রামের মানুষ, প্রায়ই ঘটে দুর্ঘটনা

গোপালগঞ্জ প্রতিনিধি

সংযোগ সড়ক নেই কালভার্টে

কাশিয়ানী-রাহুথড় সড়কে সংযোগবিহীন কালভার্ট -বাংলাদেশ প্রতিদিন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামে কাশিয়ানী-রাহুথড় সড়কের পাশে খালের ওপর কালভার্টে সংযোগ সড়ক নেই। এ কারণে পোনা, কাশিয়ানী ও পিঙ্গলিয়া গ্রামের হাজার হাজার বাসিন্দাকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। এ খাল পার হওয়ার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয় পথচারীদের। জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কালভার্টটি নির্মাণ করে। তবে এর সংযোগ সড়ক এখনো নির্মাণ করা হয়নি। সরেজমিন দেখা গেছে, কাশিয়ানী-রাহুথড় সড়কের পাশ দিয়ে খালটি বয়ে গেছে। দখল ও দূষণে এর অস্তিত্ব বিলীন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। ওই খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়েছে। কাশিয়ানী, পোনা ও পিঙ্গলিয়া গ্রামের মানুষের যাতায়াতে এ পথটি খুবই গুরুত্বপূর্ণ। ওই কালভার্টে কোনো সংযোগ সড়ক নেই। এ কারণে যাতায়াতের সময় কালভার্টে ওঠানামা কষ্টসাধ্য।

পোনা গ্রামের নজরুল ইসলাম বলেন, কাশিয়ানী-রাহুথড় খালের ওপর একটি কালভার্ট আছে। কালভার্টে কোনো সংযোগ সড়ক নেই। যাতায়াতে অনেকেই কালভার্ট থেকে পড়ে ছোটখাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ ছাড়াও গ্রামবাসী চলাচলে নিত্য ভোগান্তি পোহাচ্ছেন। একটু বৃষ্টি হলেই এ পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তখন মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। আমরা সংযোগ সড়ক নির্মাণ করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের দাবি জানাচ্ছি। পোনা গ্রামের মো. ফায়েকুজ্জামান বলেন, গ্রামের মানুষ আগে বাঁশ বা কাঠের সাঁকো দিয়ে এ খাল পার হতেন। বৃহত্তর ফরিদপুর সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় জনভোগান্তি লাঘবে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে বক্স কালভার্ট নির্মাণ করা হয়। কিন্তু এখানে সংযোগ সড়ক না থাকায় উল্টো ভোগান্তি বেড়েছে। আমি কয়েকবার এখান থেকে পড়ে আহত হয়েছি। প্রায় এ ধরনের দুর্ঘটনা ঘটে। এলাকার প্রবীণরা বেশ কয়েকবার দুর্ঘটনা শিকার হয়েছেন। আমাদের ভোগান্তি লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সংযোগ সড়ক নির্মাণের অনুরোধ করছি। গোপালগঞ্জ বিএডিসির নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, সেখানে সংযোগ সড়ক নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ করে দিতে পারব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর