শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

৯৯৯-এ কলে বাল্যবিয়ে বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে এক মাদরাসাছাত্রীর (১৩) বিয়ে বন্ধ করেছে প্রশাসন। মেয়েকে বাল্যবিয়ে দেবেন না বলে ছাত্রীর বাবা আলমগীর হোসেন ও মা নাজমা বেগম পুলিশের কাছে মুচলেকা দিয়েছেন। সদর উপজেলা বাঙ্গাখাঁ ইউনিয়নের আমান উল্লাহপুরে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই মেয়ের সঙ্গে সদরের চরমকরধ্বজ গ্রামের এক ছেলের বিয়ের সিদ্ধান্ত হয়। গতকাল বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। এক আত্মীয়ের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ নম্বরে কল দিয়ে জানায়।

সদর থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মেয়েকে বাল্যবিয়ে দিতে নিষেধ করেন। বাল্যবিয়ে দিলে বর ও কনে পক্ষের লোকজনকে আইনের আওতায় আনা হবে বলেও নির্দেশনা দেওয়া হয়। সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, মেয়েকে বাল্যবিয়ে না দিতে অভিভাবকদের বলা হয়েছে। তারাও মুচলেকা দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর