শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কলেজছাত্রকে কোপাল তিন স্কুলশিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সৃষ্টি কলেজে অধ্যায়নরত সূর্য নামের এক ছাত্রকে কোপানোর অভিযোগ উঠেছে স্কুল শাখার তিন শিক্ষার্থীর (এসএসসি পরীক্ষার্থী) বিরুদ্ধে। গুরুতর আহত সূর্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিষ্ঠান সংলগ্ন টাঙ্গাইল পৌর শহরের সুপারি বাগান এলাকায় বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। আটক ছাত্ররা হলো- সৃষ্টি একাডেমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী জিদান, ইসলাম ও আসলাম। আহত সূর্য (১৭) মানিকগঞ্জের দৌলতপুরের জুলহাস মিয়ার ছেলে।

তিনি সৃষ্টি কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও প্রতিষ্ঠানের এনএক্স আবাসিক ভবনে বসবাসরত। কলেজের এনএক্স আবাসিক ভবনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, হামলার শিকার ও হামলাকারীরা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র। কেন, কী কারণে হামলা হয়েছে তা স্পষ্ট না। সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান লায়ন ড. শরিফুল ইসলাম রিপনের মুঠোফোন একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ভূঁইয়া জানান, সৃষ্টি শিক্ষা পরিবারের সূর্য নামের এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন ছাত্র তাকে মারধর করেছে, এমন তথ্য জানতে পেরেছি।

সর্বশেষ খবর