শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কালিয়াকৈরে পুলিশের ওপর হামলা

আসামি ছিনতাই গুলি লুট

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈরে চোরাই সোনা ও রুপা উদ্ধার করতে এসে হামলার শিকার হয়েছেন রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ। এ সময় দুই আসামি ছিনতাই ও ২০ রাউন্ড গুলি লুট করে হামলাকারীরা। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পীরগঞ্জ থানার ওসি (অপারেশন) মোস্তফা কামাল, এসআই গোপাল চন্দ্র, এএসআই এনায়েত হোসেন, কনস্টেবল জাহিদ, চুরি মামলার বাদী রনি দাস ও তার স্বজন প্রদীপ। গতকাল রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনিয়ে নেওয়া আসামি ও লুট হওয়া গুলি উদ্ধার হয়নি। পুলিশ জানায়, সম্প্রতি পীরগঞ্জের সরকার জুয়েলার্সে চুরি হয়। এ ঘটনায় দোকানমালিক রনি দাস থানায় মামলা করেন। বুধবার রাতে কালিয়াকৈরে সাদা পোশাকে অভিযান চালায় পুলিশ। চুরির সঙ্গে জড়িত কাদের ও ওই এলাকার সোনা ব্যবসায়ী লিটনকে গ্রেফতার করে। লিটনের দোকান থেকে উদ্ধার করে ৯০ ভরি রুপা ও ১৬ ভরি সোনা। এলাকার শওকত হোসেনের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন লিটন। শওকতের ছেলে সাজ্জাদের নেতৃত্বে ভুয়া পুলিশ দাবি করে ৩০-৪০ জন পুলিশের ওপর হামলা চালায়।

সর্বশেষ খবর