শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ক্যান্সার আক্রান্ত মেনেকার দায়িত্ব নিল বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ক্যান্সার আক্রান্ত মেনেকার  দায়িত্ব নিল বসুন্ধরা

দুই বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন জোনাকির বাবা। এখন মাও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত। পরিবারে আর কোনো পুরুষ সদস্য না থাকায় ১২ বছরের জোনাকি দায়িত্ব নেয় মায়ের চিকিৎসাসহ সংসারের। চিকিৎসার জন্য এনজিও থেকে ঋণ নিয়ে কিস্তি পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়ে স্কুলপড়ুয়া মেয়েটি। লেখাপড়া বাদ দিয়ে কাজ শুরু করে শপিং ব্যাগ কারখানায়। যে উপার্জন হয় তা দিয়ে মায়ের চিকিৎসা চললেও ঋণের কিস্তি পরিশোধ করতে পারছিল না। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে পড়লে নজরে আসে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের। অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। তার নির্দেশে শুভসংঘের উদ্যোগে তাদের এনজিওর ঋণ ৩২ হাজার ৫০০ টাকা পরিশোধের পাশাপাশি তিন মাসের খাবারসহ প্রতি মাসে জোনাকির লেখাপড়ার জন্য ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন বরেণ্য কথাসাহিত্যিক কালের কণ্ঠ প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। বগুড়ার সোনাতলা উপজেলার কারিগরপাড়ায় জোনাকিদের বাড়ি গিয়ে গতকাল ইমদাদুল হক মিলন উপহারসামগ্রী তুলে দেন। এমন মানবিক সহায়তা পেয়ে আবেগে কেঁদে ফেলেন জোনাকির মা মেনেকা বেগম। এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, জাকারিয়া জামান প্রমুখ।

সর্বশেষ খবর