রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফানুসে রঙিন কুয়াকাটার আকাশ

শেষ হলো বাংলাদেশ ফেস্টিভ্যাল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ফানুসের আলোয় রঙিন হয়ে ওঠে কুয়াকাটার আকাশ। সৈকতে দাঁড়িয়েই এমন দৃশ্য উপভোগ করেছেন হাজারো পর্যটক। ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল কুয়াকাটা’ উপলক্ষে শুক্রবার ও গতকাল সন্ধ্যার পর ছিল জমজমাট অনুষ্ঠান। সাগরপাড়ে স্থানীয় রাখাইন তরুণীদের নৃত্য এবং হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী পুতুল নাচে মুগ্ধ পর্যটকরা। এর আগে বিচে ফুটবল খেলা হয়। দুদিনের এ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে মুজিবস বাংলাদেশ প্রচারণার অংশ হিসেবে এমন আয়োজন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে দেশের প্রতি বিভাগের পর্যটন শিল্প নিয়ে এ উৎসব করা হচ্ছে। পর্যটক নাহিদ হাসান বলেন, এমন আয়োজন আগে জানা ছিল না। এখানে এসে জানতে পারলাম। বেশ ভালো লেগেছে। ইমন জানান, কালেরবিবর্তনে পুতুল নাচ হারিয়ে যাচ্ছে। তবে এখানে এসে তা উপভোগ করেছি। কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টোয়াকের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এ উৎসবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর