শিরোনাম
রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় গুলিতে নিহত ডাসারের যুবক

মাদারীপুর প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীর গুলিতে সিরাজ বেপারী (৪৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। দেশটির ফালবাং আলমাসদিরিবসি এলাকায় শুক্রবার রাতে এ হত্যাকান্ড ঘটে। নিহত সিরাজ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম কমলাপুরের ছাদের বেপারীর ছেলে। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে মাতম।

সিরাজ হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকায় অবস্থারত বোরহান মাতুব্বর নামে এক বাংলাদেশি। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জেনেছি দক্ষিণ আফ্রিকান সন্ত্রাসীরা সিরাজ বেপারীর কাছে চাঁদা দাবি করেছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এর জেরে তাকে গুলি করে হত্যা করা হয়। লাশ দক্ষিণ আফ্রিকার পূর্ব তলাঙ্গা নামক হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

সর্বশেষ খবর