রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরা শুভসংঘের স্কুল পরিদর্শন ও সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সদরের হাঁপুনিয়া গ্রামে বসুন্ধরা শুভসংঘের স্কুল পরিদর্শন ও সেলাই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন বরেণ্য কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে গতকাল ২০ জন নারীকে নিয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ ছাড়া ওই এলাকার অসহায় আঙ্গুরি বেগমকে (৬২) এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন তিনি। প্রতি মাসে তাকে সংসার খরচ চালানোর জন্য ৩ হাজার টাকা করে দেবে বসুন্ধরা গ্রুপ।  আঙ্গুরিকে শুভসংঘের স্কুলে চাকরি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক ও সিনিয়র সহসম্পাদক জাকারিয়া জামান, সমকালের উত্তরাঞ্চল প্রতিনিধি লিমন বাশার, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুল প্রমুখ।

সর্বশেষ খবর