রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একজন নিহত, দগ্ধ ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক নারী নিহত ও শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। জেলা শহরের ইদ্রাকপুরে একটি ভবনের পাঁচ তলায় গতকাল ভোরে বিস্ফোরণ ঘটে। নিহতের নাম সাহিদা বেগম। আহতদের প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠান। আহতরা হলেন- রিজবী আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও তিন বছরের শিশু রায়ান।

স্থানীয়রা জানান, ভোরে রান্নাঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় পুরো ফ্ল্যাটে। ফায়ার সার্ভিস সদস্য ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণ এনে আহতদের উদ্ধার করেন। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। কী কারণে গ্যাস লিকেজ হয়েছে জানতে তদন্ত চলাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।

সর্বশেষ খবর