রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রশাসনের অনুষ্ঠানে ভোট চাওয়ায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রশাসনের অনুষ্ঠানে নৌকার পক্ষে ভোট চাওয়ায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাসেম ওমানীকে জরিমানাসহ সতর্ক করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও নিগার সুলতানা। দণ্ডপ্রাপ্ত আবুল কাসেম বলেন, আমি বক্তব্য দিতে গিয়ে আবেগ থেকে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে ফেলেছি। ইউএনও বলেন, যে-ই আচরণবিধি লঙ্ঘন করবে, প্রমাণ পেলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। সূত্র জানায়, গতকাল উপজেলা পরিষদ হল রুমে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ’ ও ‘বেগম রোকায়া দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আবুল কাসেম। 

সর্বশেষ খবর