মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গোবিন্দগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের ১২ ডিসেম্বর শত্রুমুক্ত হয় গোবিন্দগঞ্জ উপজেলা। ৭ ডিসেম্বর তৎকালীন গাইবান্ধা মহকুমা শহর এবং পরবর্তী কয়েক দিনে অন্য থানা শত্রুমুক্ত হলেও গোবিন্দগঞ্জ ছিল পাকিস্তানিদের কবলে। মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে মুক্তিযোদ্ধাদের উপর্যুপরি গেরিলা আক্রমণে ক্রমেই দুর্বল হয়ে পড়ে পাকবাহিনী। ১১ ডিসেম্বর শুরু করে ১২ ডিসেম্বর মিত্র ও মুক্তিবাহিনীর যৌথ আক্রমণে কাটাখালী সেতুর কাছে শত্রুর শেষ ঘাঁটি গুঁড়িয়ে দিলে মুক্ত হয় গোবিন্দগঞ্জ। ১২ ডিসেম্বর জয়বাংলা স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত হয় এ জনপদে। গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে লাল-সবুজের পতাকা উত্তোলন করা হয়। গোবিন্দগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

 

সর্বশেষ খবর