বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

হাইব্রিড ধান বীজে প্রতারিত কৃষক

গোপালগঞ্জ প্রতিনিধি

হাইব্রিড ধান বীজে প্রতারিত কৃষক

গোপালগঞ্জে হীরা-২ জাতের ধান কিনে প্রতারণার শিকার হয়েছেন কৃষকরা। ভালো ফলনের আশায় চড়া দামে এই হাইব্রিড ধান বীজ কেনা, অথচ তাতে চারা গজায়নি; এমন অভিযোগ করেছেন কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের মিরাজ সরদার, জিয়া শিকদার, শাহজাহান, আহাদ সরদার, রাজ্জাক শেখসহ অর্ধশতাধিক কৃষক। সিরাজ সিকদার বলেন, আমি বোরো আবাদের জন্য ভাটিয়াপাড়া সুপ্রিম সিড কোম্পানির সাব ডিলার কাজী খোকনের কাছ থেকে হীরা-২ জাতের এক কেজি ওজনের ১০ প্যাকেট হাইব্রিড ধান বীজ ক্রয় করি। বাড়িতে নিয়ে প্রতি বছরের মতো এবারও ধান বীজ পানিতে ভিজিয়ে রাখি। পরে পানি থেকে তুলে চারা গজানোর জন্য জাগ দেই। কিন্তু ওই ধান বীজ থেকে কোনো চারা গজায়নি। পরে তা নিয়ে ওই দোকানে গেলে তিনি চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, আমাদের নাকি ঠিকমতো বীজ ভেজানো হয়নি। আমি পাঁচ বছর ধরে ওই দোকান থেকে হীরা-২ বীজ কিনে আবাদ করে আসছি। আমার মতো আরও অনেক কৃষক এ বছর এ ধানের বীজ কিনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে। সঠিক সময় বীজতলায় চারা ফেলতে পারিনি। আমরা খুব হতাশ। আমি এর প্রতিকার চাই। বীজের সাব-ডিলার কাজী খোকন বীজ না গজানোর কথা অস্বীকার করে বলেন, ‘বীজে ভেজাল নেই। কৃষকরা সঠিকভাবে নিয়ম না মানায় বীজ থেকে চারা গজায়নি। কৃষকের অভিযোগের সত্যতা পেলে কোম্পানি ক্ষতিপূরণ দেবে।’ ওই বাজারের বীজ ব্যবসায়ী সিরাজুল ইসলাম কাজী বলেন, এ বছর হীরা-২ জাতের ধান বীজ গজায়নি। আমি আমার এলাকার কৃষকের ক্ষতি করতে চাই না। তাই আমি এ বছর এ ধানবীজ আমার দোকানে তুলিনি। এক প্যাকেট হীরা ধান বীজও বিক্রি করিনি। সুপ্রিম সিড কোম্পানিরপ্রতিনিধি আশিকুল হক বলেন, ‘আমরা বীজের অঙ্কুরোদগম ক্ষমতা পরীক্ষা করেছি। আমাদের কোম্পানির বীজে কোনো সমস্যা নেই। তবে কৃষকরা অধিক সময় পানিতে বীজ ভিজিয়ে রেখেছিল। যে কারণে বীজ পচে চারা গজায়নি।’ কাশিয়ানী উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আজিজুল করীম বলেন, ‘আমাদের কাছেও অনেক আগেই এ ধরনের অভিযোগ এসেছে। এ বিষয় আমরা বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছি। আমরা কৃষকদেরও সচেতন করছি। তাদের যাচাই করে মানসম্মত বীজ কেনার জন্য পরামর্শ দিয়েছি।’ কৃষি সম্প্রসারণ অধিদফতরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আবদুল কাদের সরদার বলেন, দেশের মধ্যে হাইব্রিড ধান সবচেয়ে বেশি চাষাবাদ হয় গোপালগঞ্জে। এ অভিযোগ আমরা পেয়েছি। কৃষক ক্ষতিগ্রস্ত হলে আমরা কোম্পানির লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর