বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কলেজছাত্রী তামান্নার পাশে শুভসংঘ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

কলেজছাত্রী তামান্নার পাশে শুভসংঘ

অভাবের সংসারের খাবার জোটাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে পড়াশোনা এক প্রকার বিলাসিতা। কিন্তু হাল ছাড়েননি তামান্না। বয়সের ভাড়ে ন্যুব্জ তার দিনমজুর বাবা শহিদুল ইসলাম। অভাব-অনটনের মধ্যে এক বোন পটুয়াখালী সরকারি কলেজে স্নাতকে আর তামান্না মহিলা কলেজে একাদশ শ্রেণিতে পড়েন। কষ্ট হলেও দুই মেয়ে ও ছেলেকে পড়াশোনায় উৎসাহী করে যাচ্ছেন দিনমজুর বাবা। তবে নিজের ইচ্ছাশক্তি থেকেই পড়াশোনার লড়াইটা চালিয়ে যাচ্ছেন তামান্না। তার সংগ্রামী জীবনের খবর পেয়ে ছুটে যান বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তারসহ একটি টিম। কথা বলেন তামান্না ও তার পরিবারের সঙ্গে। বিষয়টি অবহিত হন বসুন্ধরা শুভসংঘের গলাচিপা উপজেলার মাহাবুবা সুলতানা। তিনি তামান্নার পড়াশোনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। শুভসংঘ পটুয়াখালী শাখার মাধ্যমে তামান্নার প্রতি মাসের পড়াশোনার খরচ বহনের ঘোষণা দেন। গতকাল পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের বিল্লাহ্র অফিসকক্ষে তামান্নাকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।

সর্বশেষ খবর