বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোগাই নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ভোগাই নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু

শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ড্রেজার মেশিনে তোলা হচ্ছে বালু -বাংলাদেশ প্রতিদিন

নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে রাতের আঁধারে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে ভাঙনের হুমকিতে পড়েছে নাকুগাঁও স্থলবন্দর ও ইমিগ্রেশন অফিস। অবৈধভাবে বালু তোলার ব্যাপারে থানায় মামলাও হয়েছে। জানা যায়, রাতে নদীর পশ্চিম পাশে পাঁচটি ও পূর্বপাশে ১২ ড্রেজার মেশিন চলে। একদিকে মেশিনে বালু তোলা হয় অন্যদিকে ভরা হয় ট্রাকে। প্রতিট্রাক বালু বিক্রি হয় ১৫ থেকে ২০ হাজার টাকায়। ভোর হলেই মেশিনসহ সব সরঞ্জাম গুছিয়ে রেখে দেন জড়িতরা। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বালু তোলার ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল বলেন, বালু তোলা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর