বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মানিকগঞ্জ হানাদারমুক্ত দিবস আজ

মানিকগঞ্জ প্রতিনিধি

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মানিকগঞ্জ পাক হানাদারমুক্ত হয়। এ দিন একে একে পাক হানাদাররা মানিকগঞ্জ শহর থেকে পালিয়ে যায়। থানাগুলো থেকে এর আগেই সরে এসে মহকুমা শহরে অবস্থান নিয়েছিল পাক হানাদাররা। ১৩ ডিসেম্বর বিজয়ীর বেশে মুক্তিযোদ্ধারা সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে সমবেত হন। আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।

সর্বশেষ খবর