শিরোনাম
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

প্রতিশ্রুতিতেই কেটে গেছে ১৩ বছর

আজও চালু হয়নি তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে লালমনিরহাটের পাটগ্রামে এক জনসভায় তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর ১৩ বছর পেরিয়ে গেলেও তা পরিচালনা শুরু করতে পারেনি রেলপথ মন্ত্রণালয়। এতে হতাশ লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের মানুষ। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দহগ্রাম-আঙ্গরপোতাবাসীর সুবিধার্থে ২০১১ সালের ১৯ অক্টোবর তিন বিঘা করিডোর গেট দিনরাত ২৪ ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। এদিন পাটগ্রাম সরকারি জসমুদ্দিন কাজী আবদুল গণি ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। ওই সময় তিনি বুড়িমারী স্থলবন্দর-ঢাকা রুটে চলাচলের জন্য তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুসহ ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। লালমনিরহাট উন্নয়ন আন্দোলন সংগঠন অতিক্রমের আহ্বায়ক হেলাল হোসেন কবির বলেন, ‘প্রধানমন্ত্রী একটি আন্তনগর ট্রেন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ ১৩ বছরেও ট্রেনটি চালু করতে পারেনি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলপথ মন্ত্রণালয়। বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিদিন বুড়িমারী-চ্যাংড়াবান্ধা রুটে অসংখ্য যাত্রী ভারত-নেপাল-ভুটান যাতায়াত করছে। ব্যবসায়ীরা বুড়িমারী স্থলবন্দরে আসেন বাণিজ্যের জন্য। বুড়িমারী-ঢাকা রুটে আন্তনগর ট্রেন তিন বিঘা করিডোর এক্সপ্রেস চালু হলে সাধারণ মানুষের উপকার হবে। অর্থনৈতিকভাবেও রেলওয়ে লাভবান হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ট্রাফিক) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ট্রেনটি বুড়িমারী-ঢাকা রুটে পরিচালনার কথা বিভিন্নভাবে শুনেছি। এখন পর্যন্ত এজন্য দাপ্তরিক কোনো চিঠি পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের এ বিষয়ে কিছুই করার নেই।’ পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আহসান উল্ল্যা ভূঁঞা বলেন, বুড়িমারী-ঢাকা রুটে একটি নতুন আন্তনগর এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য কোচ এবং লোকোমোটিভ চাওয়া হয়েছে। এখনো সেই কোচ ও লোকোমোটিভ পাওয়া যায়নি। এ কারণে ট্রেনটি এ মুহূর্তে চালানো সম্ভব হচ্ছে না। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা চেষ্টা করছি। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আবদুস সালাম বলেন, ‘বুড়িমারী-ঢাকা রুটে ৮০৯/৮১০ নম্বর একটি আন্তনগর ট্রেন চালুর জন্য কোচ ও লোকোমোটিভ সংগ্রহ করা হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মধ্যে ট্রেনটি চালু করার। প্রস্তাবিত ট্রেনটি তিন বিঘা করিডোর এক্সপ্রেস নাকি বুড়িমারী এক্সপ্রেস নামে চালানো হবে, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।’

সর্বশেষ খবর