বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সেচ পাম্পের লাইসেন্স বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সেচ পাম্পের লাইসেন্স বহালের দাবি

বৈদ্যুতিক সেচ পাম্পের লাইসেন্স বহাল রাখার দাবিতে বগুড়ার ধুনটে কৃষকের মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

ধুনটে বৈদ্যুতিক সেচ পাম্পের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। উপজেলার বাটিকাবাড়ীর মাঠে সোমবার বিকালে তারা এ কর্মসূচি পালন করেন। সেচ পাম্প মালিক সুলতান মাহমুদ বলেন, ২০২০ সালের ২০ ডিসেম্বর ধুনট উপজেলা সেচ কমিটির মাধ্যমে পাম্পের লাইসেন্স নিয়ে প্রায় ৮০ বিঘা জমিতে সেচ দিয়ে আসছি। এক বছর পরই পানির স্তর নিচে নেমে যাওয়া সেচ কাজ ব্যাহত হচ্ছিল। এ কারণে নির্ধারিত স্থান থেকে পাম্পটি নিয়মের মধ্যেই কয়েক ফুট দূরে স্থাপন করা হয়। পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের সেচ পাম্প মালিক বেল্লাল হোসেন এ বিষয়ে উপজেলা সেচ কমিটি, পল্লী বিদ্যুৎ ও বিএডিসি অফিসসহ বিভিন্ন দফতরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন। ধুনটের ইউএনও আশিক খান জানান, মিটিং হলে এসব বিষয় উত্থাপন করা হবে।

সর্বশেষ খবর