শিরোনাম
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাস্তা নিয়ে বিপাকে চরাঞ্চলের মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সীমান্তঘেরা উপজেলা গোদাগাড়ী। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এ উপজেলায় রয়েছে চরাঞ্চল। এই চরে প্রায় ৩০ হাজার মানুষের বাস। এখানকার মানুষ শহরের মতো জীবনযাপন না করলেও যুগের সঙ্গে তাল মিলিয়ে ইতোমধ্যে নিজেদের সমাজ-সংস্কৃতির পরিবর্তন করে বাড়িয়েছে শিক্ষার হার। চরে আছে দুটি মাধ্যমিক ও ৯টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাদরাসা ও পাঁচটি বাজার। চরের উর্বর জমিতে উৎপাদন হচ্ছে লাখ লাখ টন ফসল। এই ফসল ফলাতে ও বাজারে সরবরাহ করতে দুর্বিষহ কষ্ট করতে হচ্ছে তাদের। চরে বসবাস করা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন নদীর চর থেকে হাজার হাজার বস্তা টমেটো, পিঁয়াজ, ধান, গম, ভুট্টা, বিভিন্ন প্রকার কালাই গোদাগাড়ী হয়ে শহরের বিভিন্ন বাজারে আসছে। শুধু তাই নয়, বর্তমানে চরের বিভিন্ন ফসল সরাসরি ঢাকার বাজারেও যাচ্ছে। প্রতিদিন এপার থেকে সার, বীজ, নিত্যপণ্যসহ অনেক মালামাল পার করতে হচ্ছে কষ্ট করে। বছরে কয়েক লাখ টন আবাদ আসে চর থেকে। এমন সম্ভাবনাময় এলাকার সবচেয়ে বড় কষ্ট রাস্তাঘাট। উপজেলার ফুলতলা (ভাটোপাড়া) খেয়াঘাটের পাড় থেকে জমি ভাড়া নিয়ে চলাচলের জন্য প্রায় দেড় কিলোমিটার রাস্তা করতে হয়েছে নৌকা মাঝিদের। খেয়াঘাটের মাস্টার শরিফুল মাঝি জানান, ফুলতলা খেয়াঘাট এ এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ ঘাট দিয়ে দেড় থেকে ২ হাজার মানুষ চলাচল করে। অথচ নৌকা থেকে নামার পর ঘাট থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা তাদের ভাড়া নিতে হয়। এতে প্রতি বছর ২ থেকে ৩ লাখ টাকা খরচ হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হোসেন বলেন, আমি কিছুদিন হলো এখানে এসেছি, বিষয়টি আমার জানা ছিল না।

সর্বশেষ খবর