বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বহলা ট্র্যাজেডি দিবস

দিনাজপুর প্রতিনিধি

আজ ১৩ ডিসেম্বর বহলা ট্র্যাজেডি দিবস। দিনটির কথা মনে হলে এখনো বহলাসহ আশপাশের গ্রামের মানুষের শরীর শিউরে ওঠে। ’৭১-এর ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পুরো পাড়া ঘিরে ফেলে পাক বাহিনীর সদস্য ও তাদের দোসররা। তারা প্রস্তাব দেয় সেখানে খানদের ক্যাম্প স্থাপনের। গ্রামের মানুষ আপত্তি তুললে ক্রোধে ফেটে পড়ে পাক সেনারা। গ্রামের নিরীহ মানুষ খান সেনা ও তাদের দোসরদের কাছে মাগরিবের নামাজ আদায়ের আকুতি জানালে তারা নামাজের জন্য সবাইকে সারিবদ্ধ হতে বলে। সবাই দাঁড়িয়ে কান্নাকাটি করতে করতে দুই রাকাত নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে হানাদার বাহিনী ব্রাশ ফায়ার করে। এতে ৩৯ জন নিরীহ মানুষ প্রাণ হারান। ১৬ ডিসেম্বর লাশ গণকবর দেওয়া হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর