বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

নীলফামারী ও নন্দীগ্রাম হানাদারমুক্ত দিবস আজ

প্রতিদিন ডেস্ক

নীলফামারী জেলা ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলা হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নীলফামারীকে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত করে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের পতাকা। বীর মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগানে রাস্তায় নেমে আসেন মুক্তিকামী সব-শ্রেণি পেশার মানুষ। একই দিনে পাক-হানাদার ও রাজাকারদের হটিয়ে নন্দীগ্রাম হানাদারমুক্ত করেন মুক্তিযোদ্ধারা। ওই দিনই মুক্তিযোদ্ধারা স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেন। দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর