বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শেরপুর ও কালিয়াকৈর মুক্ত দিবস আজ

প্রতিদিন ডেস্ক

আজ ১৪ ডিসেম্বর। ১৯৭১ সালের এ দিনে বগুড়ার শেরপুর ও গাজীপুরের কালিয়াকৈর হানাদার মুক্ত হয়।

বগুড়া : সশস্ত্র মুক্তিযোদ্ধারা ত্রিমুখী আক্রমণ চালিয়ে এ উপজেলা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিতাড়িত করে এ উপজেলাকে হানাদারমুক্ত করেন। এ দিন সকালে সারিয়াকান্দি থেকে মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার নেতৃত্বে সড়ক পথে দুই ভাগে বিভক্ত হয়ে ও ধুনট থেকে মুক্তিযোদ্ধা আকরাম হোসেন খানের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযোদ্ধাদের একটি দল শেরপুর শহরে প্রবেশ করেন। পরে শহরের অবস্থানরত পাকহানাদার বাহিনী ও তাদের দোসরদের ওপর একযোগে আক্রমণ শুরু করেন।

কালিয়াকৈর (গাজীপুর) : ১৯৭১ সালের নভেম্বরে রমজানের ঈদের রাতে কালিয়াকৈরের লতিফপুর সেতুর কাছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদারদের সম্মুখযুদ্ধ হয়। হানাদাররা উপজেলার শ্রীফলতলী গ্রামটি জ্বালিয়ে দেয়। বংশী নদীর সেতুর ওপর মুক্তিযোদ্ধাদের সঙ্গে হানাদার বাহিনীর যুদ্ধ বাধে। মুক্তিযোদ্ধারা তিন দিক থেকে আক্রমণ করলে হানাদার বাহিনী পালিয়ে যায়। এর মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় কালিয়াকৈর।

 

সর্বশেষ খবর