শিরোনাম
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরিতে আতঙ্কে কৃষক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জমির মাঠ থেকে সেচের জন্য স্থাপিত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। এক সপ্তাহে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সাজারমাঠ এলাকা থেকে আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। ফলে পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক এ ট্রান্সফরমারগুলো চুরির ফলে একাধিক কৃষকের খেতে সেচ দেওয়া বন্ধ রয়েছে। ভুক্তভোগীদের চুরির ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেই দায় এড়িয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

জানা গেছে, শাহজাহানপুরের মাঠগুলোতে চুরি সবচেয়ে বেশি হয়েছে। এক সপ্তাহে আটটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় চরম শঙ্কায় রয়েছে কৃষকরা। তবে আবাসিক এলাকায় চুরি না হওয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তারা বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সূত্রমতে ৬ ডিসেম্বর রাতে চোর চক্রের সদস্যরা সাজারমাঠে তিনটি ট্রান্সফরমার চুরির চেষ্টা করা হয়। তারা বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামিয়ে ভিতরের সরঞ্জামগুলো বের করছিল। এমন সময় বিষয়টি টের পেয়ে পাশে থাকা একটি ইট ভাটার শ্রমিকরা চেঁচামেচি শুরু করলে চোররা ট্রান্সফরমার ও ভিতরের সরঞ্জাম সেখানেই রেখে পালিয়ে যায়। সূত্রমতে, প্রথমবার ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার পেতে গ্রাহককে অর্ধেক ও পল্লী বিদ্যুতকে বাকি অর্ধেক টাকা দিতে হয়। দ্বিতীয়বার চুরি হলে পুরো টাকাই দিতে হয় গ্রাহককে। এতে পল্লী বিদ্যুতের চেয়ে গ্রাহকের ঝুঁকি ও আর্থিক ক্ষতি হয় বেশি। সাধারণ গ্রাহক হলে পুরো এলাকার বাসিন্দারা চাঁদা তুলে ট্রান্সফরমারের জন্য টাকা পরিশোধ করেন। সেই টাকা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দিলে নতুন ট্রান্সফরমার পাওয়া যায়। আর ট্রান্সফরমার না লাগানো পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এ ব্যাপারে মহারাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আমিনুর রসূল বলেন, কিছুদিন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে এটা সত্য। তারা স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনও করেছেন এবং চুরির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অন্যদিকে গত সপ্তাহে কয়েকটি ট্রান্সফরমার চুরি হওয়ায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ অন্যান্য সরঞ্জাম চুরি ঠেকাতে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক করা হবে। এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মিন্টু রহমান জানান, চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর