শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আজ চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আজ ১৫ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ অভিযান পিছু হটে পাকিস্তানি সেনা এবং তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী। চাঁপাইনবাবগঞ্জ জেলা মুক্ত করতে প্রাণ দিতে হয় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে। ১৪ ডিসেম্বর তার নেতৃত্বে সম্মুখযুদ্ধের পর চূড়ান্ত বিজয় আসে। এ দিনই শত্রুদের গুলি মাথায় বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন তিনি। সন্ধ্যায় পাকবাহিনী চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে পালিয়ে গেলে আনুষ্ঠানিকভাবে বিজয় পতাকা উত্তোলন করা হয় ১৫ ডিসেম্বর। চাঁপাইনবাবগঞ্জ মুক্তদিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করেছে জেলা প্রশাসন।

সর্বশেষ খবর