শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যাত্রীবেশে নৈশকোচে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বিলাসবহুল নৈশকোচে ডাকাতি হয়েছে। দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের বাসটি বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর উপজেলা সীমানায় পৌঁছার পরই যাত্রীবেশী ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। তাদের কাছ থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। লুণ্ঠিত মালামাল নিয়ে ডাকাতরা বাস থেকে নামার সময় চালকের বুদ্ধিমত্তায় একজন আটক হয়। তার নাম মির্জা রুবেল আহমেদ ওরফে সুমন (৫০)। সে টাঙ্গাইল সদর উপজেলার ঢেলি করোটিয়া গ্রামের মির্জা আবদুর রহমানে ছেলে। শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, গ্রেফতার ডাকাত সদস্যের কাছ থেকে লুণ্ঠিত ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিনাজপুর থেকে নাবিল পরিবহনের একটি এসি কোচ ১৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। এর মধ্যে যাত্রীবেশে ওঠে পাঁচ ডাকাত। রাত ১টার দিকে কোচটি বগুড়ার বনানী এলাকায় পৌঁছে। তখন যাত্রীবেশী ডাকাতরা চালককে অস্ত্রের ভয় দেখিয়ে কোচের নিয়ন্ত্রণ নেয়।

সর্বশেষ খবর