রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল দুজনের

টঙ্গী প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্ট প্রাণ গেল দুজনের

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নিরাপত্তা কর্মী মারা গেছেন। তারা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুরের বালিচান গ্রামের কসিম উদ্দিনের ছেলে আইনাল হক (৩৫) ও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কাজলা গ্রামের মৃত আবদুস সাত্তারের ছেলে আশরাফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫)। টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকায় গতকাল এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আইনাল হক ও আশরাফুল ইসলাম টঙ্গীর বিসিক ফকির মার্কেট এলাকার একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। তারা টঙ্গীর পাগাড় এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বাস করতেন।

পুলিশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে সকালে কারখানার নির্মাণাধীন ভবনের নিচতলায় একটি লোহার রডে জাতীয় পতাকা বাঁধতে যায় ওই দুই নিরাপত্তা কর্মী। এ সময় অসাবধানতাবসত লোহার রডটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তারা বিদ্যুতায়িত হন। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।

সর্বশেষ খবর