রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএসএফের গুলিতে তিন যুবক আহত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈইখাওয়া সীমান্তে গতকাল ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- হাতীবান্ধার দৈইখাওয়া আজিমবাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি (২১), গেন্দুগুড়ি এলাকার শ্রী সুজন (২১) ও আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)। এদের মধ্যে দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন দৈইখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক বশির উল্লাহ বলেন, ৯০১ নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে কুয়াশার মধ্যে ভোরে একদল বাংলাদেশি গরু পারাপার করছিল। এ সময় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি ছোড়ে। ব্যাটালিয়ন-১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন শুনেছি।

সর্বশেষ খবর