রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিজয় দিবস উপলক্ষে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়

প্রতিদিন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল দিনাজপুরের হিলি ও জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মিষ্টি বিনিময় হয়েছে। বেলা ১১টার দিকে হিলি আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার অহিদুল ইসলাম পাঁচ প্যাকেট মিষ্টি তুলে দেন বিএসএফ ক্যাম্প কমান্ডার রাজেশ দেওয়ার হাতে। এ সময় রাজেশ দেওয়াও বিজিবি কমান্ডারের হাতে দুই প্যাকেট মিষ্টি তুলে দেন।

এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের ২৮১/১৫ পিলার এলাকায় বিজিবি হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের চকগোপাল ক্যাম্প কমান্ডার কে কে যাদবের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। হাটখোলা ক্যাম্প কমান্ডার বলেন, বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়ার পক্ষে বিএসএফকে মিষ্টি দেওয়া হয়েছে। দুই দেশের বিভিন্ন উৎসবে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানায়।

সর্বশেষ খবর