রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রাকচাপায় জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ট্রাকচাপায় জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু

ময়মনসিংহে গতকাল রাস্তা পার হওয়ার সময় এক জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গাইবান্ধায় এক সেনা সদস্য ও মানিকগঞ্জে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর- ভালুকা (ময়মনসিংহ) : ত্রিশালে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত ট্রাকচাপায় গণেশ কর্মকার (৪৫) নামে এক জুয়েলারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বগার বাজার এলাকায়। তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভালুকা শাখার সদস্য ও মৃত্তিকা জুয়েলার্সের মালিক। নিহত গণেশ কর্মকার টাঈাইলের কালিহাতির মগড়া গ্রামের কমল কর্মকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় গণেশ কর্মকার ত্রিশাল বগার বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি মিনি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। গণেশ কর্মকারের মৃত্যুতে বাজুস ভালুকা শাখার সভাপতি নিরঞ্জন বনিক ও সাধারণ প্রশান্ত কুমার শাহা বাবু গভীর শোক প্রকাশ করেছেন। গাইবান্ধা : গাইবান্ধায় যাত্রীবাহীবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুস সালাম মোল্লা (৫৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় অটেরিকশার চালকসহ আরও চারজন আহত হন। আহতদের মধ্যে নিহত সালাম মোল্লার স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া ক্যান্টনমেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম ফুলছড়ি উপজেলার খাটিয়ামারীর বাসিন্দা। তিনি ঢাকা ক্যান্টনমেন্টে মেকানিক্যাল বিভাগে কর্মরত ছিলেন। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজির সংঘর্ষের ঘটনায় তারা শেখ (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তিনজন।

 ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার জোকা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়ার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের জমদুয়ারা এলাকায়।

সর্বশেষ খবর