সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

১৮ মাসের কাজ হয়নি ছয় বছরেও

ফুলগাজী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স

জমির বেগ, ফেনী

১৮ মাসের কাজ হয়নি ছয় বছরেও

ফেনীর ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার নির্মাণাধীন ভবনের কাজ শেষ হয়নি ছয় বছরেও। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। জানা যায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ৩১ শয্যার এ হাসপাতালটি ৫০ শয্যায় রূপান্তর করে। ৫০ শয্যার হাসপাতাল ভবন নির্মাণ উদ্বোধনের ছয় বছর অতিবাহিত হলেও কাজ এখনো সম্পন্ন করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। বিভিন্ন স্থান থেকে আসা রোগী এখানে ঠিকমতো চিকিৎসা না পেয়ে ছুটছেন ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। অনেককে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।

২০১৮ সালের ১ ফেব্রুয়ারি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম ৫০ শয্যার ভবনের কাজ উদ্বোধন করেন। ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করে ভবনটি কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। স্থানীয়রা জানান, নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে এক বছর আগে। ঠিকমতো এক মাস কাজ করলেই সম্পন্ন হয়ে যেত। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজ হচ্ছে না বলে অভিযোগ তাদের। হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভবন নির্মাণ যত দেরি হচ্ছে সেবা গ্রহীতারা তত হয়রানি হচ্ছেন। কক্ষ, বিভিন্ন যন্ত্রপাতির অভাবে তারা কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। দ্রুত এ ৫০ শয্যার ভবন নির্মাণ করে কর্তৃপক্ষকে হস্তান্তর করলে উন্নত সেবা দেওয়া সম্ভব হবে। সেবাগ্রহীতা সঞ্জীব কুমার বণিক জানান, দীর্ঘ ছয় বছরেও ৫০ শয্যার ভবন নির্মাণ হয়নি। কবে কাজ শেষ হবে, কবে এ এলাকার মানুষ নতুন হাসপাতাল ভবন পাবেন সেটাই প্রশ্ন। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, বর্তমানে ব্যাপক শ্রমিক সংকট রয়েছে। চড়া দামেও শ্রমিক পাওয়া যায় না। এসব কারণে কাজে অগ্রগতি কম। হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি) সহকারী প্রকৌশলী নুর মোহাম্মদ বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান আর্থিক সংকটের কারণে কাজ শেষ করতে পারেনি। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রুবাইয়েত বিন করিম জানান, বর্তমানে হাসপাতাল ভবন ৩১ শয্যার। অনেক রোগী সিট না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। আউটডোরে প্রতিদিন অনেক রোগী আসেন। কক্ষের অভাবে আমরা কাক্সিক্ষত সেবা দিতে পারছি না। যত দ্রুত নতুন ভবন হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে, খুব দ্রুত উপজেলাবাসী ভালো সেবা পাবে। ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন বলেন, বর্তমানে ভবন সংকটে চিকিৎসাসেবা দিতে সমস্যা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে দুর্ভোগ আর থাকবে না। ভবনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য কর্তৃপক্ষকে বারবার আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আশা করি, দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ হবে।

সর্বশেষ খবর