শিরোনাম
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

পোরশায় রাসেল ভাইপার আতঙ্ক

নওগাঁ প্রতিনিধি

হঠাৎ নওগাঁর পোরশার বিভিন্ন এলাকার আম বাগান ও ধান খেতে দেখা যাচ্ছে রাসেল ভাইপার। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সম্প্রতি সীমান্তের নিতপুর এলাকার গানইর গ্রামের বিভিন্ন ধান খেতে এবং আমবাগানে সমন্বিত চাষ করা মাশকলাই গাছে পাওয়া কয়েকটি রাসেল ভাইপার মেরে ফেলা হয়েছে। উপজেলার পূর্ব গ্রামের দিনমজুর শ্রমিক জালাল উদ্দিন জানান, এরকম সাপ তারা আগে কোনো দিন দেখেননি। উপজেলা বন কর্মকর্তা সাদেকুর রহমান জানান, এ অঞ্চলে রাসেল ভাইপারের উপদ্রব বাড়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বন বিভাগের প্রাণী সংরক্ষণ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা জানান, বর্তমানে হাসপাতালে এন্টিভেনাম নেই। সাপে কামড়ানো রোগী এলে রাজশাহী পাঠানো হচ্ছে।

সর্বশেষ খবর