বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শার্টের বোতামে খুলল হত্যারহস্য

ফেনী প্রতিনিধি

শার্টের বোতাম ও ভিকটিমের গায়ে থাকা কামড়ের দাগের সূত্র ধরে ফেনীর আলোচিত মমতাজ বেগম (৫৬) হত্যারহস্যের জট খুলেছে। খুনে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মোবারক হোসেন, ইয়াব হোসেন শুভ ও আবদুুল আউয়াল। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পুলিশ জানায়, গত সোমবার রাতে মোবারক হোসেন গ্রেফতার হন। তার জিম্মা থেকে পুলিশ ছেঁড়া বোতামের শার্ট ও হত্যায় ব্যবহৃত হ্যান্ড গ্লাভস জব্দ করে। স্বীকারোক্তি মতে রাতেই ফেনী সদর থেকে ইয়াব হোসেন শুভ ও আবদুল আউয়ালকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার দিন ১৩ ডিসেম্বর সন্ধ্যায় মোবারক, আউয়াল, শুভ পারুলের বাড়ির টাকা ও জিসিনপত্র লুটের পরিকল্পনা করেন। এরপর তারা ওই বাড়িতে যান। মমতাজের কাছে যা আছে দিয়ে দিতে বলেন। তিনি বাধা দিলে ধস্তাধস্তি হয়। মোবারকের গলায় আঁচড় ও হাতের আঙুলে কামড়ের দাগ লাগে। তার শার্টের দুটি বোতাম ছিঁড়ে মেঝেতে পড়ে যায়- যা লাশের পাশে পাওয়া গেছে।

 

সর্বশেষ খবর