বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

অনিয়মে বন্ধ নিয়োগ পরীক্ষা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে অনিয়ম, অব্যবস্থাপনা ও কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে স্কুলের চারটি পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এর আগেও একই ঘটনায় উল্লিখিত নিয়োগ বন্ধ ঘোষণা করা হয়েছিল। জানা যায়, মঙ্গলবার (গতকাল) সকাল ১০টায় উপজেলার দক্ষিণ চান্দখানা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে চারটি পদে নিয়োগ পরীক্ষার সময় নির্ধারণ ছিল। যথাসময়ে পরীক্ষার জন্য স্কুলের কক্ষের তালা খুলতে যান প্রধান শিক্ষক জহুরুল হক প্রামাণিক। এ সময় স্থানীয়রা প্রধান শিক্ষককে বাধা দেন। এতে হট্টগোল শুরু হয়। বিদ্যালয় মাঠেই ‘দুর্নীতিবাজদের ঠাঁই নেই, অনিয়মের মাধ্যমে নিয়োগ বাণিজ্য বন্ধ চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন অর্ধশত যুবক। প্রধান শিক্ষক জানান, বিশৃঙ্খলার জন্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি জানান, স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকেই নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, বিশৃঙ্খলার কারণে নিয়োগ পরীক্ষা নেওয়ার পরিবেশ ছিল না।

সর্বশেষ খবর