বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ডাকাতির দ্বন্দ্বে খুন হন সেই আওয়ামী লীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে ডাকাতির দ্বন্দ্বে খুন হন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল মুন্সী (৩৮)। তিনি তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিতাস উপজেলার নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ এ তথ্য জানান। এ ঘটনায় গতকাল নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে তিনজনের নামোল্লেখ এবং অজ্ঞাত পাঁচজনকে আসামি করে তিতাস থানায় হত্যা মামলা করেন। আসামিরা হলেন তিতাসের সাইদুল, মাইন উদ্দিন এবং নাজিম উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিতাস উপজেলার রঘুনাথপুরের আবুল হাসেম মিয়ার ছেলে মোস্তফা কামাল মুন্সী ও প্রধান আসামি একই গ্রামের আবদুর রশিদের ছেলে সাইদুল (৩৬) এলাকায় চিহ্নিত ডাকাত।

সাইদুলের বিরুদ্ধে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মুরাদনগর ও তিতাস থানায় তিনটি করে ছয়টি ডাকাতি মামলা রয়েছে। মোস্তফার বিরুদ্ধে ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিতাস থানায় তিনটিসহ কুমিল্লার দাউদকাদি ও চৌদ্দগ্রাম, গাজীপুরের কালীগঞ্জ, চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানায় একটি করে সাতটি ডাকাতি মামলা রয়েছে। মোস্তফা ও সাইদুল একই ডাকাত দলের সদস্য হলেও তাদের মধ্যে এক বছর আগে ডাকাতি-সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে গত বছরের মাঝামাঝি মোস্তফা ও তার সহযোগী নয়ন ওরেফ রনু মিয়া আমিরাবাদ-কচুয়া-চাঁদপুর সড়কের সাচার এলাকায় আসামি সাইদুলকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। মৃত ভেবে সাইদুলকে সড়কের পাশে ফেলে চলে যায়।

সুস্থ হয়ে এসে প্রতিশোধ নিতে সুযোগ খুঁজতে থাকে সাইদুল। সোমবার সন্ধ্যার কিছু আগে মোস্তফা তার বন্ধুদের নিয়ে চা দোকানে তাস খেলছিলেন। এ সময় সাইদুল সঙ্গীদের নিয়ে তার ওপর হামলা করে। মোস্তফাকে কুপিয়ে ও জবাই করে ফেলে যায়। ঘটনাস্থলেই মারা যান মোস্তফা। তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাশ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ খবর