বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যানজট ধুলায় নাকাল শহরবাসী

সরকার হায়দার, পঞ্চগড়

যানজট ধুলায় নাকাল শহরবাসী

পঞ্চগড় শহরের সড়কে যানজট এবং ধুলাবালুর কারণে নানা সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। এখানে বেড়েছে অটোবাইক চলাচল। এ যানবাহনটির ছড়াছড়িতে রাস্তায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এ ছাড়া দীর্ঘদিন পরিষ্কার না করায় শহরের বিভিন্ন রাস্তার দুই পাশে বালুর আস্তরণ বাড়ছে। সেখান থেকে উড়ছে ধুলাবালু। স্থানীয়রা বলছেন, দেশের উত্তর সীমান্তের এই জেলা শহরটি আগে সুনসান নীরব শহর হিসেবে পরিগণিত হতো। এর মাঝখান দিয়ে চলে গেছে ঢাকা-বাংলাবান্ধা মহাসড়ক। পঞ্চগড় প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পেলেও নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এখানকার সাধারণ মানুষকে। হাজার হাজার অটোবাইক চলাচলে শহরে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে এ যানবাহনটি চলাচল এবং যেখানে-সেখানে পার্কিং করায় শহরের সড়কে সবসময় লেগে থাকছে যানজট। রাস্তার দুই পাশে বাড়ছে বালুর আস্তরণ। যানবাহন চলাচলের সময় উড়ছে ধুলাবালু। বাড়ছে শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগ বালাই। অহরহ ঘটছে সড়ক দুর্ঘটনা। পৌরসভা কর্তৃপক্ষ জানায়, জেলার বিভিন্ন নদী থেকে বালু আহরণ করা হয়। আমদানি করা পাথর বাংলাবান্ধা স্থলবন্দর থেকে এবং নদী থেকে উত্তোলন করা পাথর-বালু পরিবহন করা হয় এখান দিয়ে। ফলে রাস্তায় বাড়ছে ধুলাবালু। বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার অটোবাইক শহরে ঢুকছে প্রতিনিয়ত। সৃষ্টি হচ্ছে যানজট। শহরকে যানজট ও ধুলাবালু মুক্ত করতে হলে বাইপাস সড়ক প্রয়োজন। পঞ্চগড় সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মাহবুবুল ইসলাম বলেন, প্রচুর ধুলাবালু বাতাসের মাধ্যমে মানুষের ফুসফুসে ঢুকছে। ফলে শ্বাসকষ্ট, হৃদরোগ, অ্যালার্জি, সর্দিকাশি, হাঁপানিসহ নানা রোগ বাড়ছে। শহরটি পরিচ্ছন্ন করা খুব জরুরি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের বলেন, ধুলাবালু থেকে নানা রকম রোগজীবাণু ছড়িয়ে পড়ছে।

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক বলেন, যানজট আর ধুলাবালুতে শহরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। প্রতিবছর হাজার হাজার পর্যটক আসেন এই শহরে। শহরের উন্নয়নে পৌরসভা কর্র্তৃপক্ষকে আরও গতিশীল হওয়া প্রয়োজন। পৌরসভার তথ্যমতে পঞ্চগড় শহরে প্রতিদিন ৩-৪ হাজার অটোবাইক চলাচল করে। এছাড়া পাথর বালুবাহী ট্রাকসহ নানা পরিবহন চলাচল করছে। পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম জানান, যানজট নিরসন এবং ধুলামুক্ত শহর গড়ার লক্ষ্যে কাজ করছে পৌরসভা। একটি মাত্র সড়ক হওয়ায় অনেক সময় সামলানো মুশকিল হয়ে পড়ে।

সর্বশেষ খবর