বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

বিএসএফকে মিষ্টি দিল বিজিবি

জয়পুরহাট প্রতিনিধি

পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি। বিজিবি দিবস উপলক্ষে গতকাল কমান্ডার দেলোয়ার হোসেন বিএসএফ কমান্ডার যাদবকে এ মিষ্টি দেন। বিজিবি কমান্ডার বলেন, জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়ার পক্ষে বিএসএফ-১৩৭ ব্যাটালিয়নের অধিনায়ককে মিষ্টি দেওয়া হয়েছে।

দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবেও বিজিবি-বিএসএফ একে অন্যের মধ্যে শুভেচ্ছা বিনিময় করা হয়। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর