বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় বেড়েছে ঠান্ডা রোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়াসহ শীতজনিত রোগীর চাপ বেড়েছে। তিন দিনে এ হাসপাতালে ২ শতাধিক ঠান্ডার রোগী ভর্তি হয়েছেন। তাদের বেশির ভাগই শিশু ও বয়ষ্ক। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ১০০ শয্যার এ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা ১২টি। বিপরীতে গতকাল রোগী ভর্তি ছিল ৫৯ জন। পুরুষ মেডিসিন ওয়ার্ডের ১৩ শয্যার বিপরীতে রোগী ছিল ৭১ জন। কয়েকগুণ রোগী থাকায় স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক বলেন, শীত মৌসুমে শিশুদের বিশেষ যত্নে রাখতে হবে। সব সময় গরম কাপড় পড়াতে হবে। কোনোভাবেই যেন শিশু ঘেমে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

সর্বশেষ খবর