শিরোনাম
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

লোকালয়ে ক্ষুধার্ত বানর

দিনাজপুর প্রতিনিধি

লোকালয়ে ক্ষুধার্ত বানর

বন-জঙ্গল ছেড়ে খাবারের খোঁজে দিনাজপুরের বীরগঞ্জে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর। বাড়ির বাঁশঝাড়, টিনের চাল, ঘরের উঠান, গাছের ডালে প্রাণীটির দৌড়াদৌড়ি দেখে অনেকেই খাবার দিচ্ছে। ভয়ে ভয়ে খাবার নিয়ে খাচ্ছে বানরটি। প্রাণীটি এক এলাকা থেকে অন্য এলাকায় ছোটাছুটি করছে। অনেকে ভিড় করছেন বানরটি দেখতে। অনেকে আবার ঢিল ছুড়েও মারছে।

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বাছাড়গ্রামের মোজাম্মেল হকের বাড়ির বাঁশঝাড়ের পাশে সম্প্রতি বানরটির দেখা মেলে। এলাকাবাসী জানায়, বানরটি দল থেকে আলাদা হয়ে গেছে এবং খাবারের খোঁজে গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরছে বলে ধারণা। ওই গ্রামের রবিউল ইসলাম বলেন, বানরটিকে প্রথমে কিছু লোক দেখতে পায়। কেউ যেন এর ক্ষতি না করে সেজন্য সজাগ করা হচ্ছে। বীরগঞ্জের ফরহাদ হোসেনসহ স্থানীয়রা জানায়, কিছু কৌতূহলী মানুষ বানর দেখে আনন্দ পেলেও, অনেকে আবার ভয় পেয়ে থাকেন। কেউ হামলার আশঙ্কায় এটিকে তাড়া করেন। তাড়া খেয়ে বানরটি পাশের সিংড়া বনে চলে যায়, আবার লোকালয়ে আসে। এর পুনর্বাসনে উদ্যোগ নেওয়া দরকার। বন্যপ্রাণীটিকে রক্ষায় বনবিভাগের এগিয়ে আসা উচিত মনে করেন স্থানীয়রা।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর