শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

সরকার নির্ধারিত দামে মিলছে না গরুর মাংস

মাদারীপুর প্রতিনিধি

‘গরুর গোশতের যেই দাম, হেই দাম তো আমাগো কেনা সম্ভব না। ৭০০-৮০০ টাকা কেজি। কুরবানির সময় খাইছি, আল্লায় খাওয়াইছে তারপর আমরা কিন্না খাইতে পারি নাই।’ ক্ষোভ ও দুঃখ নিয়ে কথাগুলো বলেছেন মাদারীপুরের রিকশাচালক জসিম শেখ। শুধু জসিমই নন, জেলার এমন অনেক মানুষের খাবার তালিকা থেকে বাদ পড়েছে গরুর মাংস। ঢাকাসহ বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম কমলেও প্রভাব পড়েনি মাদারীপুরে। এখানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। সরকার গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ করলেও তা মানছেন না জেলার মাংস ব্যবসায়ীরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন, ‘গরুর মাংস ৬৫০ টাকা বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকে অভিযোগ করেছেন বেশি দামে মাংস বিক্রি হচ্ছে।’

 

সর্বশেষ খবর