শিরোনাম
শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

জালে এক টানে ১৭ মণ ছুরি মাছ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সাগরে এক জেলের টানা জালে উঠে এলো ১৭ মণ ছুরি মাছ। যা সাড়ে ৩ লাখ টাকায় কিনেছেন মাছ ব্যবসায়ীরা। গতকাল দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া গ্রামের জেলে দিদার চৌধুরীর জালে এসব মাছ ধরা পড়ে। জেলে দিদার চৌধুরী জানান, সকালে টানা জাল নিয়ে সাগর উপকূলে মাছ ধরতে যান। জালে এক টানে ধরা পড়েছে ১৭ মণ ছুরি মাছ। বিকালে বাহারছড়ার হলবনিয়া সমুদ্র সৈকতে মাছগুলো পাঁচটি স্তূপ করে রাখা হয়। যা ৩ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছ ব্যবসায়ীরা জানান, কক্সবাজার ও টেকনাফের মাছ ব্যবসায়ীরা ১৭ মণ ছুরি মাছ ৩ লাখ ৫০ হাজার টাকায় কিনে নেন। এসব মাছ শুঁটকি হিসেবে প্রচুর চাহিদা রয়েছে। শুঁটকি তৈরি করে বাজারজাত করবেন বলে জানান তারা। টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ছুরি মাছ সাধারণত ১ কেজি পর্যন্ত ওজনের হয়। ছোট ছুরি মাছ রোদে শুকিয়ে শুঁটকি খেলে স্বাদ বেশি হয়। সাধারণত একসঙ্গে এত ছুরি মাছ জেলেদের জালে ধরা পড়ে না। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় সাগরে এমন মাছের ঝাঁক জেলের জালে ধরা পড়েছে।

সর্বশেষ খবর